Pre Amplifier আসলে কী ?
Pre-Amplifier হল এমন একটি সার্কিট যা দিয়ে আমরা অতি ক্ষুদ্র Audio সিগনাল কে বাড়িয়ে ফেলতে পারি। বিভিন্ন রকমের ইলেক্ট্রনিক্স দ্রব্যে Pre-Amplifier এর ব্যবহার লক্ষ্য করা যায় । অতি ক্ষুদ্র Audio Signal বিভিন্ন যায়গাতে পাওয়া যায় , সেই সব বিশেষ যায়গাতে Pre-Amplifier এর প্রয়োজন হয়।Pre-Amplifier ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করে Power Amplifier এর ইনপুট Section এ পৌছে দেয় , যাতে Power Amplifier সহজেই ওই Signal কে আরও বাড়িয়ে ফেলতে পারে ।
কোন কোন যায়গায় Pre-Amplifier ব্যবহুত হয় ?
এছাড়া ও আরও নানা ক্ষেত্রে এটির ব্যবহার হয়ে থাকে
নিচে একটি Pre-Amplifier এর সার্কিট ডায়াগ্রাম দেওয়া হল
কোন কোন যায়গায় Pre-Amplifier ব্যবহুত হয় ?
- Tape Recorder এর Head থেকে অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয়
- Microphone থেকে অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয়
- রেডিয়ো সিগন্যাল Decode করে অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয়
এছাড়া ও আরও নানা ক্ষেত্রে এটির ব্যবহার হয়ে থাকে
নিচে একটি Pre-Amplifier এর সার্কিট ডায়াগ্রাম দেওয়া হল