Monday, August 6, 2018

Pre Amplifier, Pre amp ,প্রি আমপ্লিফায়ার বানানো ও তার বিভিন্ন ব্যবহার

Pre Amplifier  আসলে কী ?
Pre-Amplifier  হল  এমন একটি  সার্কিট যা দিয়ে আমরা অতি ক্ষুদ্র Audio সিগনাল কে বাড়িয়ে ফেলতে পারি। বিভিন্ন রকমের  ইলেক্ট্রনিক্স দ্রব্যে Pre-Amplifier এর ব্যবহার  লক্ষ্য করা যায় । অতি ক্ষুদ্র Audio Signal  বিভিন্ন যায়গাতে পাওয়া যায় , সেই সব বিশেষ  যায়গাতে  Pre-Amplifier এর  প্রয়োজন  হয়।Pre-Amplifier ক্ষুদ্র Audio Signal  কে বিবর্ধিত  করে  Power Amplifier এর  ইনপুট Section এ পৌছে দেয় , যাতে Power Amplifier সহজেই ওই Signal কে  আরও বাড়িয়ে ফেলতে পারে ।

কোন কোন যায়গায়  Pre-Amplifier ব্যবহুত হয় ?


  • Tape Recorder এর  Head থেকে  অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয় 
  • Microphone থেকে  অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয় 
  • রেডিয়ো সিগন্যাল Decode করে অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয় 

এছাড়া ও আরও নানা ক্ষেত্রে এটির ব্যবহার হয়ে থাকে

নিচে একটি Pre-Amplifier এর সার্কিট ডায়াগ্রাম দেওয়া হল 



Sunday, August 5, 2018

High Range FM Transmitter,হাইরেঞ্জ এফ এম ট্রান্সমিটার, বাড়িতে রেডিও স্টেশন, নিজের রেডিও স্টেশন,Long Range FM Transmitter

আজ আমরা শিখবো কিভাবে একটি High Range FM ট্রান্সমিটার বানাবো।আজ আমরা কয়েকটি পার্টস নিয়ে একটি FM Transmitter  বানাবো।এই FM Transmitter টি 1 থেকে 1.5 কিমি পর্যন্ত সিগন্যাল Transmit করতে পারে, অবশ্য range নির্ভর করে অ্যান্টেনা ও ফাঁকা এলাকা  এবং ব্যাটারির ক্ষমতার উপর । প্রথমে আসি আমাদের কি কি পার্টস লাগছে  সেগুলো  সম্পর্কে জেনেনিই।

  1. 2N 2219 Transistor   ----1 Pcs
  2.  10K Registance        ----3Pcs
  3.  0.1uf Capacitor (104)  ----3pcs
  4. 100 Ohms Registance   -----1 Pcs
  5.  4.7 pf Capacitor          -----1 Pcs
  6.  22 pf Capacitor          -------1 Pcs
  7. 10 pf Capacitor            ------ 1 Pcs
  8.  2.2uf/50 Volt Condencer   ---- 1 Pcs
  9.  2200uf/25 Volt Condencer  ----1 Pcs
  10. Copper Clad Board    2 inch/1 inch  --- 1Pcs
  11. Antenna         ------------------------  1 Pcs
  12. Wire      
  13. 3.5 mm Audio Jack  ------------------------- 1  Pcs
  14. 12 Volt Battery   -----------------------------  1 Pcs

নিচে FM ট্রান্সমিটার টির  সার্কিট ডায়াগ্রাম দেওয়া হল ......


উপরের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী বানানো একটি FM Transmitter  এর  ছবি  নিচে দেওয়া হল ... 




এই FM ট্রান্সমিটার টি কিভাবে বানানো হয়েছে তার ভিডিওটি  নিচে দেওয়া হল  ...