Monday, August 31, 2020

Regulated DC Power Supply (0-30 Volt,10 Amps) ,ডিসি পাওয়ার সাপ্লাই

 Hello my dear friends,

                               in this blog i am going to  show you that how to make a  cheap Regulated DC Power Supply / Lab bench Power Supply Tools. We know that it's a very essential tools for our electronic works. because it's gives you various voltage ans Amps range between 0-30 volt (10 Amps) as per our projects requirements. it's also available on market but very costly, So let's make it ourselves.

If you want to buy some readymade power supply, here is the link below, you can buy it online

   


So  we need following  materials / Parts  to make this Power Supply Unit.

  • 1x LM 317 Regulator Integrated
  • 2 x .1uf Capacitor
  • 1 x 5K Potentiometer
  • 1 x 10K Potentiometer
  • 1 x 220R Resistor
  • 1 x 1K Resistor
  • 1 x 5mm LED
  • 2 x 0.10R to 1R 5W Resistor
  • 1 x 1000uF 35V Capacitor
  • 1 x BD139 Transistor
  • 2 x TIP3055 Power Transistor
  • 2 x Aluminum Heatsink
Circuit Diagram

Temperature Controlled Fan Circuit


Now we are going to make the fan circuit according to the temperature.When the temperature of the inner circuit rises, this temperature control circuit will start working.So let's take a look....



Circuit Diagram With Volt and Ampere Meter




So friends, don't forget to let us know how you like this project. If you like it, don't forget to like and subscribe to our YouTube channel.We will bring you some more new projects.So to stay connected with us, subscribe to our channel and press the bell  icon.


Sunday, February 9, 2020

Arduino Learning | আরডুইনো প্রোগ্রামিং

Arduino Learning Tutorial   | আরডুইনো প্রোগ্রামিং  


বন্ধুরা  আজ আমরা arduino নিয়ে  কিছু তথ্য  ও সাধারণ কিছু প্রজেক্ট এই  প্রজেক্ট সিরিজে আলোচনা করবো,
Arduino Programing শেখার জন্য  প্রধমে বেশি কিছু  জিনিস পত্র দরকার নেই , কারণ আমরা প্রথমে সাধারণ কিছু প্রজেক্ট দিয়ে শুরু করবো , তাই যে কয়েকটা জিনিস আমাদের প্র্য়োজন সেগুলি হল --

1) একটি কম্পিউটার
2 একটি Arduino Uno Board ( সঙ্গে একটি USB Cable থাকতে  হবে )
3) একটি Bread Board
4) কিছু  LED  ও তার সাথে 220 Ohms এর resistance
5) Jumper Wire 

এগুলি আমাদের শেখার শুরুতেই প্রয়োজন হবে , এগুলি সহজেই Online Shopping  Site থেকে কিনতে পেয়ে যাবেন ।নিচে description -এ কিছু প্রোডাক্ট এর লিঙ্ক দিয়ে দিলাম , ওখান থেকে কিনে নিতে পারবেন

Buy LEDs

 এবার  Arduino নিয়ে কিছু  তথ্য  আলোচনা করা যাক 

Arduino একটি Open Source Micro controller , যা খুব জনপ্রিয় হয়ে উঠেছে ,ইতিমধ্যে বাজারে  Arduino এর অনেক গুলি বোর্ড  এসে গেছে ।  তাই প্রথমে শেখার জন্য আমি Arduino Uno বোর্ডটি  Suggest করবো, 


Arduino Uno এর মধ্যে রয়েছে  ATMega 328 Chip , এই  চিপ সম্পর্কে বিশদ জানতে  নিচের লিংকে গিয়ে datasheet দেখে নিতে পারেন Datasheet Download,

এর মধ্যে রয়েছে  AVR CPU, 2Kb Static RAM, 32 kb Flash Memory এবং 1 kb EEPROM
 রয়েছে 14 টি Digital Pin (  যেগুলি  INPUT / OUTPUT  দুই রকম ভাবেই ব্যবহার করা যায় )
কিছু পিন  যেমন  3,5,6,9,10,11  এগুলি থেকে PWM (Pulse width modulation) OUTPUT পাওয়া সম্ভব , মানে  এগুলি থেকে  0 - 5V DC পর্যন্ত  বিভিন্ন ভোল্টেজ পাওয়া সম্ভব । এছাড়াও রয়েছে 6 টি Analog Input পিন , যা দিয়ে আমরা 0 - 5 Volt এর range এর বিভিন্ন input নিতে সক্ষম।

রয়েছে কিছু স্পেশাল পিন  যা শুধুমাত্র স্পেশাল  Connection এ ব্যবহূত  হয়, সেগুলো আমরা Advanced  Level -এ আলোচনা করবো ।


সফ্টওয়্যার ইন্সটল ও কানেকশন  প্রণালী 

প্রোগ্রামিং শুরু করার জন্য আমাদের চাই  Arduino -এর সফ্টওয়্যার , যা Arduino  -এর site থেকে সহজেই পাওয়া যায় , এটি একটি Free সফ্টওয়্যার।
নিচে দেওয়া লিঙ্ক থেকে  সফ্টওয়্যার টি ডাউনলোড করে কম্পিউটার -এ ইন্সটল করে নিতে হবে


কম্পিউটার এর সাথে কানেকশন 



প্রথম Arduino প্রোগ্রাম

কোর্সের শুরুতে আমার অত্যন্ত সাধারণ একটি প্রজেক্ট দিয়ে শুরু করব , প্রোগ্রাম এর নাম ,  Blink LED
এখানে আমরা Arduino Uno  বোর্ডের  মধ্যে 13 নম্বর  Pin  on board LED টিকে 1 সেকন্ড অন্তর Blink 
করবো,

প্রথমে Desktop থেকে Arduino IDE উপর ক্লিক করে  সফ্টওয়্যার টি চালু করতে হবে । (নিচের ছবির মত ) 


এবার প্রথমে আমাদের যা কাজ , Tools menu এর মধ্যে গিয়ে Board এর জায়গায় Arduino Uno এবং port এর জায়গায়  ( Arduino Board টি যত নম্বর COM Port টি পেয়েছে ) Board টি Select করে দেওয়া।
নিচের ছবিতে সেগুলি দেখানো হল ......




এবার আমাদের প্রোগ্রাম লেখার কাজ শুরু করা যাক ,


void setup() 
{
  // এখানে 13 নাম্বার এর পিন টিকে OUTPUT হিসেবে  স্থির করা হল 
  pinMode(13, OUTPUT);
}

// নিচে loop function এর মধ্যে যা যা থাকবে , তা arduino  -তে power যতক্ষণ থাকবে , এটাও ক্রমাগত চলতে থাকবে ।

void loop() 
{
  digitalWrite(13, HIGH);   // 13 নম্বর পিনে 5 Volt দেওয়ার জন্য
  delay(1000);              // 1 সেকেন্ড অপেক্ষা করার জন্য 
  digitalWrite(13, LOW);    // 13 নম্বর পিনে Ground  দেওয়ার জন্য
  delay(1000);              // 1 সেকেন্ড অপেক্ষা করার জন্য 
}



 এরপর মেনুতে গিয়ে upload sketch-এ ক্লিক করলে প্রোগ্রামটি  arduino Uno বোর্ডে আপলোড হয়ে যাবে 



OUTPUT



আমরা Delay এর millisecond এর ভ্যালু  বাড়িয়ে বা কমিয়ে  Blink এর  গতি  বাড়াতে বা কমাতে পারি।







LED Toggle Switch  ON/OFF Button   [Project-2  ]

এবার আমরা যে প্রজেক্ট টি করতে চলেছি , সেটা একটি খুবই সাধারণ প্রজেক্ট , এই প্রজেক্টে আমরা একটি push সুইচ ব্যবহার করে একটি LED কে একবার ON  ও একবার  OFF করতে পারবো , মানে একটি সুইচ দিয়েই  ON / OFF ।

প্রয়োজনীয়ও জিনিসপত্র :
 Arduino Uno Board
 LED
1k Resistance 
10 K resistance



Code:


const int Switch = 2, LED = 3;
int state = 0, LEDstate=0;

void setup()
{
  pinMode(Switch, INPUT);
  pinMode(LED, OUTPUT);
  Serial.begin(9600);
}
void loop()
{
  if (state == 0 && digitalRead(Switch) == HIGH) {
    state = 1;
    LEDstate=!LEDstate;
  }
  if (state == 1 && digitalRead(Switch) == LOW) {   
    state = 0;
  }
   digitalWrite(LED, LEDstate);
}



Circuit Diagram: