Wednesday, March 27, 2024

আলোর নাচন | Dancing Music Light

বন্ধুরা আজ একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করবো , যেটা খুবই সাধারণ কিন্তু খুবই মজাদার । আমারা সাধারণত আলোর নাচন আমাদের অম্প্লিফ্লায়ার এর সামনে দেখেছি , যেটা গানের তলে তলে উপর নিচে হয়। যেটাকে অডিও লেভেল ইন্ডিকেটর ও বলা হয় । গানের তালে তালে যখন এই লাইট গুলি দপ দপ করে জ্বলে ওঠে তখন কী দারুন না লাগে । কেমন হতো যদি আমরা বড় AC 220 ভোল্টের লাইট নিয়ে এই এক্সপেরিমেন্ট টা করি? নিচের এই ভিডিও টা দেখো, আশা করছি ভাল লাগবে ...
এবার আসা যাক , আমাদের কী কী জিনিস লাগছে এই প্রজেক্ট টি বানাতে ...
1. Sound Sensor Module -1টি
2.Solid State Relay -1টি ( এটি জিনিস টি আপনি নিজেও বানাতে পারেন , এই ব্লগ এর পুরানো পোস্ট এ Solid State relay বানানোর একটি সম্পুর্ন পেজ রয়েছে , যদি জটিল মনে হয় তবে আপনি রেডিমেড কিনে এই প্রজেক্টে লাগতে পারেন।আমি কেনার লিঙ্ক নিচে দিয়ে দিছি )
3. 220 ভোল্ট 100/200 watt এর ফিলামেন্ট বাল্ব (এখানে LED বা CFL বাল্ব ব্যবহার করবেন না , Frequently অন/অফ হওয়ার ফলে সেগুলি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে )
4. একটি 5 ভোল্ট এর SMPS
5. BC547 ট্রানজিস্টর ও 1টি 1 Kilo Ohms এর registance.
6. কিছু তার ,Lamp Holder , 2-PIN Plug
আমি প্রয়োজনীয়ও জিনিসপত্র গুলি কেনাকাটার জন্য Amazon site এর লিঙ্ক নিচে দিয়ে দিলাম।

Sound Sensor Module Buy Link :https://amzn.to/3SlQjx1
Solid State Relay Buy Link:  https://amzn.to/4cSAmqk
200 Watt Bulb Buy Link:  https://amzn.to/3zTpiul
Bulb Holder with AC plug and Switch: https://amzn.to/3zZMver