Wednesday, July 25, 2018

এফ এম ট্রান্সমিটার কিভাবে বানাবেন ? fm transmitter , 100 মিটার এফ এম ট্রান্সমিটার

আমার যারা  প্রায়ই ইলেক্ট্রনিক  নিয়ে ঘাটাঘাটি করি , তাদের অনেকেই চাই নিজের একটি  রেডিয়ো  সেন্টার বানাতে।
আজ আমরা রেডিয়ো ট্রান্সমিটার  হিসেবে  FM Transmitter বানানো শিখবো। যারা সবে মাত্র  ইলেক্ট্রনিক নিয়ে  কাজ শুরু করেছ , তারাও এটি বানাতে পারবে। FM Transmitter  বানানোর প্রথম ধাপে আমরা একটি সহজ সার্কিট  দিয়ে বর্ণনা  করব। তাহলে  এবার আসি  মূল বিষয়ে,
উপরের এই FM transmitter টি একটি সাধারণ  ট্রান্সমিটার , শুধুমাত্র  কয়েকটি Components দিয়েই বানিয়ে ফেলা যায়।  এটার  রেঞ্জ 100 থেকে 200 মিটার হবে, অবশ্য  ট্রান্সমিটারের  রেঞ্জ নির্ভর করে  ফাঁকা  জায়গা ও Antenna এর উপর । এবার আমরা দেখে নেব  কী কী পার্টস লাগছে এই FM Transmitter বানাতে ।
  • BF494    Transistor  একটি
  • 3 - 30 pf     Trimmer একটি  / অথবা এখানে  22pf এর  একটি Fixed Ciramic ক্যাপাসিটর ও বাবহার করা যাবে
  • 4.7k Resistance  একটি
  • 18k Resistance  একটি
  • 82k Resistance  একটি
  • 330 Ohms Registance  একটি
  • 4.7pf Capacitor  একটি
  • 0.1uf Capacitor  একটি
  • 3.3uf/50volt Electrolytic Capacitor/Condenser  একটি
  • 0.001uf Capacitor  একটি
  • 68pf Capacitor  একটি
  • 27pf Capacitor  একটি
  • Condenser Microphone  একটি
  • 220uf/16 Volt Electrolytic Condenser    একটি
  • 18 No Copper Wire,5 Turn/0.5 mm Dia Coil      একটি
  • Telescopic Antenna  একটি 

আরও লাগছে অন্যান  কিছু জিনিসপত্র , যেমন  wire , Veroboard,ব্যাটারি,ব্যাটারি বক্স,Solrering Tools  ইত্যাদি।


এই ট্রান্সমিটার টি  3 থেকে 4.5 ভোল্ট  DC তে চলবে। ভাল performance এর জন্য ব্যাটারি ব্যবহার করা টা জরুরী । আমরা যদি DC  Adapter ব্যবহার করি , তবে  সাউন্ড এর  মধ্যে Noise থাকবে।এবার এই FM Transmitter এর সার্কিট ডায়াগ্রাম দেখে নেওয়া যাক ।
প্রথমে আমাদের একটি ভেরো বোর্ড নিতে হবে , এবং নিচের ছবি অনুযায়ী  বোর্ড টির  copper স্তর টি  ধারালো চুরি দিয়ে ঘষে তুলে দিতে হবে।


ভেরো বোর্ডে আমাদের নিচের ছবিটির মত কেটে নিতে হবে , নিচের ছবিটিতে  বোর্ড টি উল্টো দিক দেখানো হয়েছে , কারণ উপরের দিকে পার্টস গুলো  রেখে নিচে বোর্ড এর সাথে Solder করতে হবে ।
এবার আসি FM ট্রান্সমিটারের একটি গুরুত্তপূর্ণ  অংশ বানানোর কাজে। সেটা হল Coil, এইখানেই  বেশীরভাগ  বন্ধু  ট্রান্সমিটার বানাতে গিয়ে বার্থ হয় । কিন্তু একবার যদি বানিয়ে সফল হও, তাহলে বুঝতেই পারবে যে , এটা বানানো খুবই  সহজ।
প্রথমে একটি  পেনের রিফিল নাও, এরপর  একটি 18 নম্বরের  বার্নিশ করা তামার তার নিয়ে রিফিলের উপর পাঁচ পাক দাও , রিফিলের Dia 0.5 mm হতে হবে ।নিচের ছবিটি লক্ষ্য করো।


Coil টি বানিয়ে নেবার পর , নিচের ছবিটির মত দেখতে লাগবে ...


এরপর Coil এর দুই প্রান্ত  ধারালো ব্লেড দিয়ে ঘষে ইনসুলেটর তুলে ফেলতে হবে , যাতে বোর্ডের সাথে Solder করা যায়।Coil এর সাথে যে 27pf এর ক্যাপাসিটর টি রয়েছে ,ওটার জায়গায় যদি Trimmer  লাগিয়ে দেওয়া যায় তবে   আমরা বিভিন্ন frequency তে FM ট্রান্সমিটার চালাতে পারবো , এবং ইচ্ছে মত  Frequency Set করতে পারবো।
নিচের ছবিটিতে সমস্ত পার্টস এর ছবি দিলাম ।


নিচের এই ভিডিওটিতে হুবহু একই রকম  ট্রান্সমিটার  দেখানো হয়েছে ...




যদি পুরো সার্কিট টিকে একটি ধাতব কৌটোর মধ্যে রাখা যায় ,তবে Transmitter এর Performance বেড়ে যাবে।


উপরের ট্রান্সমিটার টি  বানানোর ভিডিও লিঙ্ক :https://youtu.be/VE_KNp7mKg0

3 comments: