Technical Disk is a popular and helpful blog for those who want to create innovative projects. This blog posts, lot of information and projects related guideline which is related to electronics and technology.
It helps to create a project with clear step by step guide
Pre-Amplifier হল এমন একটি সার্কিট যা দিয়ে আমরা অতি ক্ষুদ্র Audio সিগনাল কে বাড়িয়ে ফেলতে পারি। বিভিন্ন রকমের ইলেক্ট্রনিক্স দ্রব্যে Pre-Amplifier এর ব্যবহার লক্ষ্য করা যায় । অতি ক্ষুদ্র Audio Signal বিভিন্ন যায়গাতে পাওয়া যায় , সেই সব বিশেষ যায়গাতে Pre-Amplifier এর প্রয়োজন হয়।Pre-Amplifier ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করে Power Amplifier এর ইনপুট Section এ পৌছে দেয় , যাতে Power Amplifier সহজেই ওই Signal কে আরও বাড়িয়ে ফেলতে পারে ।
কোন কোন যায়গায় Pre-Amplifier ব্যবহুত হয় ?
Tape Recorder এর Head থেকে অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয়
Microphone থেকে অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয়
রেডিয়ো সিগন্যাল Decode করে অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয়
এছাড়া ও আরও নানা ক্ষেত্রে এটির ব্যবহার হয়ে থাকে নিচে একটি Pre-Amplifier এর সার্কিট ডায়াগ্রাম দেওয়া হল
আজ আমরা শিখবো কিভাবে একটি High Range FM ট্রান্সমিটার বানাবো।আজ আমরা কয়েকটি পার্টস নিয়ে একটি FM Transmitter বানাবো।এই FM Transmitter টি 1 থেকে 1.5 কিমি পর্যন্ত সিগন্যাল Transmit করতে পারে, অবশ্য range নির্ভর করে অ্যান্টেনা ও ফাঁকা এলাকা এবং ব্যাটারির ক্ষমতার উপর । প্রথমে আসি আমাদের কি কি পার্টস লাগছে সেগুলো সম্পর্কে জেনেনিই।
2N 2219 Transistor ----1 Pcs
10K Registance ----3Pcs
0.1uf Capacitor (104) ----3pcs
100 Ohms Registance -----1 Pcs
4.7 pf Capacitor -----1 Pcs
22 pf Capacitor -------1 Pcs
10 pf Capacitor ------ 1 Pcs
2.2uf/50 Volt Condencer ---- 1 Pcs
2200uf/25 Volt Condencer ----1 Pcs
Copper Clad Board 2 inch/1 inch --- 1Pcs
Antenna ------------------------ 1 Pcs
Wire
3.5 mm Audio Jack ------------------------- 1 Pcs
12 Volt Battery ----------------------------- 1 Pcs
নিচে FM ট্রান্সমিটার টির সার্কিট ডায়াগ্রাম দেওয়া হল ......
উপরের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী বানানো একটি FM Transmitter এর ছবি নিচে দেওয়া হল ...
এই FM ট্রান্সমিটার টি কিভাবে বানানো হয়েছে তার ভিডিওটি নিচে দেওয়া হল ...
সলিড স্টেট রিলে ( Solid State Relay ) একটি Switching সার্কিট , যেটা সাধারণত কোন বেশি ওয়াট এর লোড ড্রাইভ করার জন্য কাজে লাগে ।মেকানিকাল ইলেকট্রোম্যাগনেটিক রিলের কথা আমরা প্রায় অনেকে জানি , এই সব রিলের ক্ষেত্রে তড়িত্ চুম্বক ব্যবহার করে সুইচিং করা হয় , এটা যখন কাজ করে তখন ভেতর থেকে একটা টিক টিক শব্দ সোনা যায়,এই রিলের একটা অসুবিধা হল এটা একটু ধীরে কাজ করে ,Frequently Response পাওয়া সম্ভব নয়,
কিন্তু সলিড স্টেট রিলেতে এই অসুবিধা টি নেই ,এবং এটাকে ড্রাইভ করার জন্য অতিরিক্ত Power Supply এর প্রয়োজন হয় না ।
নিচের ছবিতে দুই ধরনের রিলের ছবি দেখানো হল ......
Solid State Relay বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আমরা DC Device কে Control করতে চাই , তবে Mosfet দিয়ে সেই সমস্ত রিআলে বানানো হয়ে থাকে । এবং AC Circuit / Appliance এর জন্য Triac দিয়ে
রিলে বানানো হয় ।
এখন আমরা AC Solid State Relay নিয়ে আলোচনা করব । নিচের ছবিতে AC Solid State Relay এর সার্কিট ডায়াগ্রাম দেখানো হল।
solid state relay circuit
পার্টস গুলো কিভাবে সংযোগ করা হবে ,তা নিচের এই ছবিতে দেখানো হয়েছে
এই Solid State Relay কিভাবে বানানো হয়,তার ভিডিও নিচে দেওয়া হল ......
ssr relay working
...
এটা কিভাবে Frequently কাজ করে তার একটি ভিডিও নিচে দিলাম ...
কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন ....ধন্যবাদ ☺
আমার যারা প্রায়ই ইলেক্ট্রনিক নিয়ে ঘাটাঘাটি করি , তাদের অনেকেই চাই
নিজের একটি রেডিয়ো সেন্টার বানাতে।
আজ আমরা রেডিয়ো ট্রান্সমিটার হিসেবে FM Transmitter বানানো শিখবো।
যারা সবে মাত্র ইলেক্ট্রনিক নিয়ে কাজ শুরু করেছ , তারাও এটি বানাতে
পারবে। FM Transmitter বানানোর প্রথম ধাপে আমরা একটি সহজ সার্কিট
দিয়ে বর্ণনা করব। তাহলে এবার আসি মূল বিষয়ে,
উপরের এই FM transmitter টি একটি সাধারণ ট্রান্সমিটার , শুধুমাত্র
কয়েকটি Components দিয়েই বানিয়ে ফেলা যায়। এটার রেঞ্জ 100 থেকে 200
মিটার হবে, অবশ্য ট্রান্সমিটারের রেঞ্জ নির্ভর করে
ফাঁকা জায়গা ও Antenna এর উপর । এবার আমরা দেখে নেব কী কী পার্টস
লাগছে এই FM Transmitter বানাতে ।
BF494 Transistor একটি
3 - 30 pf Trimmer একটি / অথবা এখানে 22pf
এর একটি Fixed Ciramic ক্যাপাসিটর ও বাবহার করা যাবে
4.7k Resistance একটি
18k Resistance একটি
82k Resistance একটি
330 Ohms Registance একটি
4.7pf Capacitor একটি
0.1uf Capacitor একটি
3.3uf/50volt Electrolytic Capacitor/Condenser একটি
0.001uf Capacitor একটি
68pf Capacitor একটি
27pf Capacitor একটি
Condenser Microphone একটি
220uf/16 Volt Electrolytic Condenser একটি
18 No Copper Wire,5 Turn/0.5 mm Dia Coil
একটি
Telescopic Antenna একটি
আরও লাগছে অন্যান কিছু জিনিসপত্র , যেমন wire ,
Veroboard,ব্যাটারি,ব্যাটারি বক্স,Solrering Tools ইত্যাদি।
এই ট্রান্সমিটার টি 3 থেকে 4.5 ভোল্ট DC তে চলবে। ভাল performance
এর জন্য ব্যাটারি ব্যবহার করা টা জরুরী । আমরা যদি DC Adapter ব্যবহার
করি , তবে সাউন্ড এর মধ্যে Noise থাকবে।এবার এই FM Transmitter এর
সার্কিট ডায়াগ্রাম দেখে নেওয়া যাক ।
প্রথমে আমাদের একটি ভেরো বোর্ড নিতে হবে , এবং নিচের ছবি অনুযায়ী বোর্ড
টির copper স্তর টি ধারালো চুরি দিয়ে ঘষে তুলে দিতে হবে।
ভেরো বোর্ডে আমাদের নিচের ছবিটির মত কেটে নিতে হবে , নিচের ছবিটিতে বোর্ড
টি উল্টো দিক দেখানো হয়েছে , কারণ উপরের দিকে পার্টস গুলো রেখে নিচে
বোর্ড এর সাথে Solder করতে হবে ।
এবার আসি FM ট্রান্সমিটারের একটি গুরুত্তপূর্ণ অংশ বানানোর কাজে। সেটা হল
Coil, এইখানেই বেশীরভাগ বন্ধু ট্রান্সমিটার বানাতে গিয়ে
বার্থ হয় । কিন্তু একবার যদি বানিয়ে সফল হও, তাহলে বুঝতেই পারবে যে , এটা
বানানো খুবই সহজ।
প্রথমে একটি পেনের রিফিল নাও, এরপর একটি 18 নম্বরের বার্নিশ
করা তামার তার নিয়ে রিফিলের উপর পাঁচ পাক দাও , রিফিলের Dia 0.5 mm হতে হবে
।নিচের ছবিটি লক্ষ্য করো।
Coil টি বানিয়ে নেবার পর , নিচের ছবিটির মত দেখতে লাগবে ...
এরপর Coil এর দুই প্রান্ত ধারালো ব্লেড দিয়ে ঘষে ইনসুলেটর তুলে ফেলতে হবে
, যাতে বোর্ডের সাথে Solder করা যায়।Coil এর সাথে যে 27pf এর ক্যাপাসিটর টি রয়েছে ,ওটার জায়গায় যদি
Trimmer লাগিয়ে দেওয়া যায় তবে আমরা বিভিন্ন frequency তে
FM ট্রান্সমিটার চালাতে পারবো , এবং ইচ্ছে মত Frequency Set করতে
পারবো।
নিচের ছবিটিতে সমস্ত পার্টস এর ছবি দিলাম ।
নিচের এই ভিডিওটিতে হুবহু একই রকম ট্রান্সমিটার দেখানো হয়েছে
...
যদি পুরো সার্কিট টিকে একটি ধাতব কৌটোর মধ্যে রাখা যায় ,তবে Transmitter এর
Performance বেড়ে যাবে।