Sunday, February 9, 2020

Arduino Learning | আরডুইনো প্রোগ্রামিং

Arduino Learning Tutorial   | আরডুইনো প্রোগ্রামিং  


বন্ধুরা  আজ আমরা arduino নিয়ে  কিছু তথ্য  ও সাধারণ কিছু প্রজেক্ট এই  প্রজেক্ট সিরিজে আলোচনা করবো,
Arduino Programing শেখার জন্য  প্রধমে বেশি কিছু  জিনিস পত্র দরকার নেই , কারণ আমরা প্রথমে সাধারণ কিছু প্রজেক্ট দিয়ে শুরু করবো , তাই যে কয়েকটা জিনিস আমাদের প্র্য়োজন সেগুলি হল --

1) একটি কম্পিউটার
2 একটি Arduino Uno Board ( সঙ্গে একটি USB Cable থাকতে  হবে )
3) একটি Bread Board
4) কিছু  LED  ও তার সাথে 220 Ohms এর resistance
5) Jumper Wire 

এগুলি আমাদের শেখার শুরুতেই প্রয়োজন হবে , এগুলি সহজেই Online Shopping  Site থেকে কিনতে পেয়ে যাবেন ।নিচে description -এ কিছু প্রোডাক্ট এর লিঙ্ক দিয়ে দিলাম , ওখান থেকে কিনে নিতে পারবেন

Buy LEDs

 এবার  Arduino নিয়ে কিছু  তথ্য  আলোচনা করা যাক 

Arduino একটি Open Source Micro controller , যা খুব জনপ্রিয় হয়ে উঠেছে ,ইতিমধ্যে বাজারে  Arduino এর অনেক গুলি বোর্ড  এসে গেছে ।  তাই প্রথমে শেখার জন্য আমি Arduino Uno বোর্ডটি  Suggest করবো, 


Arduino Uno এর মধ্যে রয়েছে  ATMega 328 Chip , এই  চিপ সম্পর্কে বিশদ জানতে  নিচের লিংকে গিয়ে datasheet দেখে নিতে পারেন Datasheet Download,

এর মধ্যে রয়েছে  AVR CPU, 2Kb Static RAM, 32 kb Flash Memory এবং 1 kb EEPROM
 রয়েছে 14 টি Digital Pin (  যেগুলি  INPUT / OUTPUT  দুই রকম ভাবেই ব্যবহার করা যায় )
কিছু পিন  যেমন  3,5,6,9,10,11  এগুলি থেকে PWM (Pulse width modulation) OUTPUT পাওয়া সম্ভব , মানে  এগুলি থেকে  0 - 5V DC পর্যন্ত  বিভিন্ন ভোল্টেজ পাওয়া সম্ভব । এছাড়াও রয়েছে 6 টি Analog Input পিন , যা দিয়ে আমরা 0 - 5 Volt এর range এর বিভিন্ন input নিতে সক্ষম।

রয়েছে কিছু স্পেশাল পিন  যা শুধুমাত্র স্পেশাল  Connection এ ব্যবহূত  হয়, সেগুলো আমরা Advanced  Level -এ আলোচনা করবো ।


সফ্টওয়্যার ইন্সটল ও কানেকশন  প্রণালী 

প্রোগ্রামিং শুরু করার জন্য আমাদের চাই  Arduino -এর সফ্টওয়্যার , যা Arduino  -এর site থেকে সহজেই পাওয়া যায় , এটি একটি Free সফ্টওয়্যার।
নিচে দেওয়া লিঙ্ক থেকে  সফ্টওয়্যার টি ডাউনলোড করে কম্পিউটার -এ ইন্সটল করে নিতে হবে


কম্পিউটার এর সাথে কানেকশন 



প্রথম Arduino প্রোগ্রাম

কোর্সের শুরুতে আমার অত্যন্ত সাধারণ একটি প্রজেক্ট দিয়ে শুরু করব , প্রোগ্রাম এর নাম ,  Blink LED
এখানে আমরা Arduino Uno  বোর্ডের  মধ্যে 13 নম্বর  Pin  on board LED টিকে 1 সেকন্ড অন্তর Blink 
করবো,

প্রথমে Desktop থেকে Arduino IDE উপর ক্লিক করে  সফ্টওয়্যার টি চালু করতে হবে । (নিচের ছবির মত ) 


এবার প্রথমে আমাদের যা কাজ , Tools menu এর মধ্যে গিয়ে Board এর জায়গায় Arduino Uno এবং port এর জায়গায়  ( Arduino Board টি যত নম্বর COM Port টি পেয়েছে ) Board টি Select করে দেওয়া।
নিচের ছবিতে সেগুলি দেখানো হল ......




এবার আমাদের প্রোগ্রাম লেখার কাজ শুরু করা যাক ,


void setup() 
{
  // এখানে 13 নাম্বার এর পিন টিকে OUTPUT হিসেবে  স্থির করা হল 
  pinMode(13, OUTPUT);
}

// নিচে loop function এর মধ্যে যা যা থাকবে , তা arduino  -তে power যতক্ষণ থাকবে , এটাও ক্রমাগত চলতে থাকবে ।

void loop() 
{
  digitalWrite(13, HIGH);   // 13 নম্বর পিনে 5 Volt দেওয়ার জন্য
  delay(1000);              // 1 সেকেন্ড অপেক্ষা করার জন্য 
  digitalWrite(13, LOW);    // 13 নম্বর পিনে Ground  দেওয়ার জন্য
  delay(1000);              // 1 সেকেন্ড অপেক্ষা করার জন্য 
}



 এরপর মেনুতে গিয়ে upload sketch-এ ক্লিক করলে প্রোগ্রামটি  arduino Uno বোর্ডে আপলোড হয়ে যাবে 



OUTPUT



আমরা Delay এর millisecond এর ভ্যালু  বাড়িয়ে বা কমিয়ে  Blink এর  গতি  বাড়াতে বা কমাতে পারি।







LED Toggle Switch  ON/OFF Button   [Project-2  ]

এবার আমরা যে প্রজেক্ট টি করতে চলেছি , সেটা একটি খুবই সাধারণ প্রজেক্ট , এই প্রজেক্টে আমরা একটি push সুইচ ব্যবহার করে একটি LED কে একবার ON  ও একবার  OFF করতে পারবো , মানে একটি সুইচ দিয়েই  ON / OFF ।

প্রয়োজনীয়ও জিনিসপত্র :
 Arduino Uno Board
 LED
1k Resistance 
10 K resistance



Code:


const int Switch = 2, LED = 3;
int state = 0, LEDstate=0;

void setup()
{
  pinMode(Switch, INPUT);
  pinMode(LED, OUTPUT);
  Serial.begin(9600);
}
void loop()
{
  if (state == 0 && digitalRead(Switch) == HIGH) {
    state = 1;
    LEDstate=!LEDstate;
  }
  if (state == 1 && digitalRead(Switch) == LOW) {   
    state = 0;
  }
   digitalWrite(LED, LEDstate);
}



Circuit Diagram:




Friday, December 14, 2018

ইলেকট্রিক সাইকেল কিভাবে বানাবেন ? ,How to make a Electric Cycle ?, ব্যাটারী সাইকেল ,How to make Ebike | normal cycle to electric cycle conversion kit

ইলেকট্রিক সাইকেল  বানানোর পদ্ধতি (How to make a Electric Cycle )



আজ আমার শিখবো কিববে আমরা আমাদের সাধারণ সাইকেল টিকে  ইলেকট্রিক সাইকেল বানাবো।প্রথমেই আমার জেনে নেব কী কী পার্টস লাগছে , আপনি যদি পুরো মোটর কিট কেনেন তো ফিটিংস করার সমস্ত materials  kit -এর সাথেই আসবে। শুধুমাত্র  ব্যাটারি  ও ব্যাটারি বাক্স  টা আমাদের নিজের প্রয়োজন অনুযায়ী  কিনতে হবে। প্রথমেই  বলে রাখি  কত watt এর মোটর কিট কিনবেন ?  যদি আপনি সাইকেল টিকে  Single  Person  লোডে  চালাতে চান তবে  250 watt -এর  24 ভোল্ট এর মোটর kit  ই  যথেষ্ট ।  250 Watt এর মোটর  মোটামুটি ভাবে  200 কেজি মত  লোড টানতে পারবে । আর যদি  কোন  ভারী ব্যাক্তি ওটা  চালাতে চান , তবে আমি  Suggest করব আপনি 350 Watt এর মোটর Kit কিনুন ।

এই মোটর কিট  (Motor Kit ) বক্সের মধ্যে কী কী থাকে তা  নিচের  ভিডিও  থেকে  দেখে নেওয়া যাক  ....


ভালো  মাইলেজ পেতে  সবসময় 14 Amps থেকে 20 Amps  মধ্যে ব্যাটারি লাগাবেন ।  এটা  যেহেতু 24 ভোল্ট এর মোটর , তাই আপনাকে 24 ভোল্ট এর ব্যাটারি লাগতে হবে , সেক্ষেত্রে  আপনি দুটি 12 Volt  এর ব্যাটারি  সিরিজে জুড়ে দেবেন ।  নিচের ছবিতে দেখানো  হয়েছে -----------

বেশি মাইলেজ পেতে আপনাকে বেশি amps  এর ব্যাটারি ব্যবহার করতে হবে। তবে এটা মনে রাখবেন  Motor Kit  এর সাথে আসা  ব্যাটারি চার্জার  24 Volt , 20 Amps  এর থেকে বেশি Amps  এর ব্যাটারি  চার্জ করতে পারে না ।
তাই  সেক্ষেত্রে আপনাকে আলাদা করে  ট্রান্সফরমার ওয়ালা চার্জার  ব্যবহার করতে হবে ।  মনে রাখবেন  আপনি যত Amps  এর  ব্যাটারি ব্যবহার করবেন  তার  10% value  মানের  চার্জার ব্যবহার করবেন।

ধরুন আপনি   24 Volt , 15 Ah  এর ব্যাটারি ব্যবহার করছেন , তাহলে আপনাকে 26 Volt,1.5 Amps  এর চার্জার ব্যবহার করতে হবে । ( চার্জিং ভোল্টেজ সবসময়  ব্যাটারি ভোল্টেজ এর থেকে  2 ভোল্ট বেশি হতে হবে । )

এবার আসি কিভাবে আমরা মোটরটিকে সাইকেলের সাথে সংযোগ করবো?
 আমরা সাইকেলের পিছনের চাকার ফ্রী হুইল (Free Wheel ) এর পাশেই আর একটা  Free wheel  লাগবো , এই free Wheel টি মোটর কিটের সাথেই দেওয়া হয়। এই ভাবে যদি আমরা Free Wheel  Fitting তাহলে  আমার  আমাদের সাইকেলটিকে  দুইরকম ভাবে চালাতে পারবো। মানে মোটরেও  চলবে আবার প্যাডেল করেও  চলবে। এই পদ্ধতিতে সাইকেল টি fittings  করলে  আপনি ব্যাটারি শেষ হয়ে গেলেও  প্যাডেল করে সাইকেলটি চালাতে পারবেন। কিভাবে Free Wheel  টি লাগাবেন  সেটার একটা ভিডিও নিচে দেওয়া হল ....



সাইকেল অনুযায়ী যন্ত্রাংশ  fittings 
যদি আপনার সাইকেলটি  এই রকম হয়ে থাকে , তাহলে আপনি  এটাতে  Motor Kit -এর সাথে আসা  ব্রেক গুলি  লাগতে পারবেন না ।  কারণ ওই গুলি Wire  Break  ... এক্ষেত্রে Speed Controller একদম কমিয়ে দিলেই মোটর বন্ধ হয়ে যায় , তাই এই ব্রেক না লাগলেও চলবে , তবে খেয়াল রাখতে হবে , ব্রেক করার সময় Speed Controller যেন একদম কমানো থাকে ।
তবে উপরিউক্ত ব্রেক গুলি আপনি অনায়াসেই  নিচের এই  সাইকেলের সাথে লাগতে পারবেন ।

এবার আমারা ইলেকট্রিকাল  কানেকশেন  গুলো  দেখবো  ....................


নিচের এই ছবিটিতে  সমস্ত  ইলেকট্রিকাল  কানেকশেন  সম্পুর্ন ভাবে দেখানো হল 

সাইকেলটির  Test Drive  ভিডিও টি  নিচে  দেওয়া হল ....







বন্ধুরা আমার এই Blog  যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে এই post টি like করতে পারেন। এবং আমাকে Google Plus -এ Follow  করতে পারেন এই রকম নানান  প্রজেক্ট  সংক্রান্ত ভিডিও ও ইনফর্মেশন  পেতে , অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেল টি একবার ঘুরে আসুন এই লিঙ্ক থেকে  ...
Click Here ॥ এখানে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল টি Visit করুন

ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটিকে Subscribe করতে ভুলবেন না , ভিডিও গুলি like করে পাশে থাকা .. Bell Icon
টি বাজিয়ে দিন , যাতে এইরকম ভিডিও আপলোড করলে আপনি  সাথে সাথে জানতে পারবেন  ..
এই প্রজেক্টটি বানাতে সাহায্যের জন্য আমাকে 9733546780 -এই নম্বরে Whatsapp করতে পারেন

Monday, August 6, 2018

Pre Amplifier, Pre amp ,প্রি আমপ্লিফায়ার বানানো ও তার বিভিন্ন ব্যবহার

Pre Amplifier  আসলে কী ?
Pre-Amplifier  হল  এমন একটি  সার্কিট যা দিয়ে আমরা অতি ক্ষুদ্র Audio সিগনাল কে বাড়িয়ে ফেলতে পারি। বিভিন্ন রকমের  ইলেক্ট্রনিক্স দ্রব্যে Pre-Amplifier এর ব্যবহার  লক্ষ্য করা যায় । অতি ক্ষুদ্র Audio Signal  বিভিন্ন যায়গাতে পাওয়া যায় , সেই সব বিশেষ  যায়গাতে  Pre-Amplifier এর  প্রয়োজন  হয়।Pre-Amplifier ক্ষুদ্র Audio Signal  কে বিবর্ধিত  করে  Power Amplifier এর  ইনপুট Section এ পৌছে দেয় , যাতে Power Amplifier সহজেই ওই Signal কে  আরও বাড়িয়ে ফেলতে পারে ।

কোন কোন যায়গায়  Pre-Amplifier ব্যবহুত হয় ?


  • Tape Recorder এর  Head থেকে  অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয় 
  • Microphone থেকে  অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয় 
  • রেডিয়ো সিগন্যাল Decode করে অতি ক্ষুদ্র Audio Signal কে বিবর্ধিত করার জন্য ব্যবহুত হয় 

এছাড়া ও আরও নানা ক্ষেত্রে এটির ব্যবহার হয়ে থাকে

নিচে একটি Pre-Amplifier এর সার্কিট ডায়াগ্রাম দেওয়া হল 



Sunday, August 5, 2018

High Range FM Transmitter,হাইরেঞ্জ এফ এম ট্রান্সমিটার, বাড়িতে রেডিও স্টেশন, নিজের রেডিও স্টেশন,Long Range FM Transmitter

আজ আমরা শিখবো কিভাবে একটি High Range FM ট্রান্সমিটার বানাবো।আজ আমরা কয়েকটি পার্টস নিয়ে একটি FM Transmitter  বানাবো।এই FM Transmitter টি 1 থেকে 1.5 কিমি পর্যন্ত সিগন্যাল Transmit করতে পারে, অবশ্য range নির্ভর করে অ্যান্টেনা ও ফাঁকা এলাকা  এবং ব্যাটারির ক্ষমতার উপর । প্রথমে আসি আমাদের কি কি পার্টস লাগছে  সেগুলো  সম্পর্কে জেনেনিই।

  1. 2N 2219 Transistor   ----1 Pcs
  2.  10K Registance        ----3Pcs
  3.  0.1uf Capacitor (104)  ----3pcs
  4. 100 Ohms Registance   -----1 Pcs
  5.  4.7 pf Capacitor          -----1 Pcs
  6.  22 pf Capacitor          -------1 Pcs
  7. 10 pf Capacitor            ------ 1 Pcs
  8.  2.2uf/50 Volt Condencer   ---- 1 Pcs
  9.  2200uf/25 Volt Condencer  ----1 Pcs
  10. Copper Clad Board    2 inch/1 inch  --- 1Pcs
  11. Antenna         ------------------------  1 Pcs
  12. Wire      
  13. 3.5 mm Audio Jack  ------------------------- 1  Pcs
  14. 12 Volt Battery   -----------------------------  1 Pcs

নিচে FM ট্রান্সমিটার টির  সার্কিট ডায়াগ্রাম দেওয়া হল ......


উপরের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী বানানো একটি FM Transmitter  এর  ছবি  নিচে দেওয়া হল ... 




এই FM ট্রান্সমিটার টি কিভাবে বানানো হয়েছে তার ভিডিওটি  নিচে দেওয়া হল  ...
  




Thursday, July 26, 2018

কিভাবে Solid State Relay বানানো হয়, সলিড স্টেট রিলে,সলিড স্টেট রিলে | relay module | solid state relay circuit

সলিড স্টেট রিলে ( Solid State Relay ) একটি  Switching  সার্কিট , যেটা সাধারণত কোন বেশি ওয়াট এর লোড ড্রাইভ করার জন্য কাজে লাগে ।মেকানিকাল ইলেকট্রোম্যাগনেটিক  রিলের কথা আমরা প্রায় অনেকে জানি , এই সব রিলের ক্ষেত্রে  তড়িত্‍ চুম্বক ব্যবহার করে সুইচিং করা হয় , এটা যখন কাজ করে তখন  ভেতর থেকে একটা টিক টিক  শব্দ সোনা যায়,এই রিলের একটা অসুবিধা হল এটা একটু ধীরে কাজ করে ,Frequently Response পাওয়া সম্ভব নয়,
কিন্তু সলিড স্টেট রিলেতে এই অসুবিধা টি নেই ,এবং এটাকে ড্রাইভ করার জন্য অতিরিক্ত Power Supply  এর প্রয়োজন হয় না ।
নিচের ছবিতে দুই ধরনের রিলের ছবি দেখানো হল ......

Solid State Relay বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আমরা DC Device  কে Control  করতে চাই , তবে Mosfet দিয়ে সেই সমস্ত রিআলে বানানো হয়ে থাকে । এবং AC Circuit / Appliance এর জন্য  Triac দিয়ে  
রিলে বানানো হয় ।

এখন আমরা AC Solid State Relay নিয়ে আলোচনা করব । নিচের ছবিতে AC Solid State Relay  এর সার্কিট ডায়াগ্রাম দেখানো হল।

solid state relay circuit



পার্টস গুলো কিভাবে সংযোগ করা হবে ,তা নিচের এই ছবিতে দেখানো হয়েছে





এই Solid State Relay কিভাবে বানানো হয়,তার ভিডিও নিচে দেওয়া হল ......
  ssr relay working

...

এটা কিভাবে Frequently কাজ করে তার একটি ভিডিও নিচে দিলাম ...




কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন  ....ধন্যবাদ ☺

Wednesday, July 25, 2018

এফ এম ট্রান্সমিটার কিভাবে বানাবেন ? fm transmitter , 100 মিটার এফ এম ট্রান্সমিটার

আমার যারা  প্রায়ই ইলেক্ট্রনিক  নিয়ে ঘাটাঘাটি করি , তাদের অনেকেই চাই নিজের একটি  রেডিয়ো  সেন্টার বানাতে।
আজ আমরা রেডিয়ো ট্রান্সমিটার  হিসেবে  FM Transmitter বানানো শিখবো। যারা সবে মাত্র  ইলেক্ট্রনিক নিয়ে  কাজ শুরু করেছ , তারাও এটি বানাতে পারবে। FM Transmitter  বানানোর প্রথম ধাপে আমরা একটি সহজ সার্কিট  দিয়ে বর্ণনা  করব। তাহলে  এবার আসি  মূল বিষয়ে,
উপরের এই FM transmitter টি একটি সাধারণ  ট্রান্সমিটার , শুধুমাত্র  কয়েকটি Components দিয়েই বানিয়ে ফেলা যায়।  এটার  রেঞ্জ 100 থেকে 200 মিটার হবে, অবশ্য  ট্রান্সমিটারের  রেঞ্জ নির্ভর করে  ফাঁকা  জায়গা ও Antenna এর উপর । এবার আমরা দেখে নেব  কী কী পার্টস লাগছে এই FM Transmitter বানাতে ।
  • BF494    Transistor  একটি
  • 3 - 30 pf     Trimmer একটি  / অথবা এখানে  22pf এর  একটি Fixed Ciramic ক্যাপাসিটর ও বাবহার করা যাবে
  • 4.7k Resistance  একটি
  • 18k Resistance  একটি
  • 82k Resistance  একটি
  • 330 Ohms Registance  একটি
  • 4.7pf Capacitor  একটি
  • 0.1uf Capacitor  একটি
  • 3.3uf/50volt Electrolytic Capacitor/Condenser  একটি
  • 0.001uf Capacitor  একটি
  • 68pf Capacitor  একটি
  • 27pf Capacitor  একটি
  • Condenser Microphone  একটি
  • 220uf/16 Volt Electrolytic Condenser    একটি
  • 18 No Copper Wire,5 Turn/0.5 mm Dia Coil      একটি
  • Telescopic Antenna  একটি 

আরও লাগছে অন্যান  কিছু জিনিসপত্র , যেমন  wire , Veroboard,ব্যাটারি,ব্যাটারি বক্স,Solrering Tools  ইত্যাদি।


এই ট্রান্সমিটার টি  3 থেকে 4.5 ভোল্ট  DC তে চলবে। ভাল performance এর জন্য ব্যাটারি ব্যবহার করা টা জরুরী । আমরা যদি DC  Adapter ব্যবহার করি , তবে  সাউন্ড এর  মধ্যে Noise থাকবে।এবার এই FM Transmitter এর সার্কিট ডায়াগ্রাম দেখে নেওয়া যাক ।
প্রথমে আমাদের একটি ভেরো বোর্ড নিতে হবে , এবং নিচের ছবি অনুযায়ী  বোর্ড টির  copper স্তর টি  ধারালো চুরি দিয়ে ঘষে তুলে দিতে হবে।


ভেরো বোর্ডে আমাদের নিচের ছবিটির মত কেটে নিতে হবে , নিচের ছবিটিতে  বোর্ড টি উল্টো দিক দেখানো হয়েছে , কারণ উপরের দিকে পার্টস গুলো  রেখে নিচে বোর্ড এর সাথে Solder করতে হবে ।
এবার আসি FM ট্রান্সমিটারের একটি গুরুত্তপূর্ণ  অংশ বানানোর কাজে। সেটা হল Coil, এইখানেই  বেশীরভাগ  বন্ধু  ট্রান্সমিটার বানাতে গিয়ে বার্থ হয় । কিন্তু একবার যদি বানিয়ে সফল হও, তাহলে বুঝতেই পারবে যে , এটা বানানো খুবই  সহজ।
প্রথমে একটি  পেনের রিফিল নাও, এরপর  একটি 18 নম্বরের  বার্নিশ করা তামার তার নিয়ে রিফিলের উপর পাঁচ পাক দাও , রিফিলের Dia 0.5 mm হতে হবে ।নিচের ছবিটি লক্ষ্য করো।


Coil টি বানিয়ে নেবার পর , নিচের ছবিটির মত দেখতে লাগবে ...


এরপর Coil এর দুই প্রান্ত  ধারালো ব্লেড দিয়ে ঘষে ইনসুলেটর তুলে ফেলতে হবে , যাতে বোর্ডের সাথে Solder করা যায়।Coil এর সাথে যে 27pf এর ক্যাপাসিটর টি রয়েছে ,ওটার জায়গায় যদি Trimmer  লাগিয়ে দেওয়া যায় তবে   আমরা বিভিন্ন frequency তে FM ট্রান্সমিটার চালাতে পারবো , এবং ইচ্ছে মত  Frequency Set করতে পারবো।
নিচের ছবিটিতে সমস্ত পার্টস এর ছবি দিলাম ।


নিচের এই ভিডিওটিতে হুবহু একই রকম  ট্রান্সমিটার  দেখানো হয়েছে ...




যদি পুরো সার্কিট টিকে একটি ধাতব কৌটোর মধ্যে রাখা যায় ,তবে Transmitter এর Performance বেড়ে যাবে।


উপরের ট্রান্সমিটার টি  বানানোর ভিডিও লিঙ্ক :https://youtu.be/VE_KNp7mKg0